লক্ষ্মীপুরের রায়পুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাটি ব্যবসায়ী স্বপন কবিরাজের ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান কাউছার। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন রায়পুর থানার পুলিশ। অভিযুক্ত স্বপন কবিরাজ উত্তরর বংশী ইউনিয়নের আহসানুল্লাহ ছেলে। সে দীর্ঘদিন থেকে কৃষি জমি মাটি ও বাল কেটে বিভিন্ন ইটভাটা দিয়ে ব্যবসা করে আসছে।
নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান কাউছার জানান, কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে মাটি ও বালু ব্যবসায়ী স্বপন কবিরাজ নামের এক ব্যক্তির জরিমানা করা হয়েছে। এ মাটি ব্যবসায়ীরা ভেকু দিয়ে কৃষি জমি থেকে ৫ থেকে ৬ ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।