অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন

শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুর জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা হিসেবে পুরস্কার পেলেন তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। গত শনিবার সকাল ১০টায় ‘প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর সমাজসেবা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ অনুষ্ঠানে এক আলোচনা সভার মাধ্যমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। এ সময় তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের হাতে জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তার সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথিগণ। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সমাজের হতদরিদ্র, অসহায়, অবহেলিত, প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা আমার দায়িত্ব।

আমি শুধু ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, যে কোনো সম্মাননা পুরস্কার কাজের গতি ও দায়িত্ব বাড়িয়ে দেয়। সে দিক থেকে আমি মনে করি তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান আরও বেশি দায়িত্ব পালন করতে হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি