৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে ৪টি বিভাগ ও ১২ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পৌষের শেষে এসে জেঁকে বসা শীতে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নওগাঁর বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল সংবাদ মাধ্যমকে বলেন- টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষীপুর ও কুমিল্লা জেলা এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন স্থায়ী হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘তীব্র শীতের অনুভূতি আরও দুইদিন থাকার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে শীতের অনুভূতি কমবে।’

বাংলাদেশে শীতের দাপট মূলত চলে জানুয়ারি মাসজুড়ে। ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীত বেশি অনূভূত হচ্ছে জানিয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘কুয়াশা কিছুটা কাটতে শুরু করেছে, গতকাল সকাল ৮টার পর দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে এক ঝলক রোদের দেখা মিলছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা ছিল। আজ ও আগামীকাল কুয়াশার এমন পরিস্থিতি থাকবে। এরপর কুয়াশা কিছুটা কাটতে পারে, আগামী শনিবার শীতের অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা আছে।’ তবে শীত পুরো জানুয়ারি মাস জুড়েই থাকবে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (গতকাল) থেকে আগামী রোববার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই পাঁচ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বুধ (গতকাল) ও বৃহস্পতিবার (আজ) সারাদেশে এবং শুক্রবার (আগামীকাল) থেকে আগামী রোববার পর্যন্ত নদী অববাহিকায় মধ্যরাত হতে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বুধ (গতকাল) ও বৃহস্পতিবার (আজ) সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (আগামীকাল) সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর আগামী শনিবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী রোববার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বড় এলাকা জুড়ে তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মৃদু শৈপ্রবাহ; ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলেন আবহাওয়াবিদরা।

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

পঞ্চগড়ে ঘন কুয়াশা, হিমেল বাতাস আর কনকনে শীতের দাপটে নাকাল হয়ে পড়েছে জনজীবন। গত বুধবার থেকে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন।

গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা উঠানামা করছে জানিয়ে তিনি বলেন, গতকাল সকাল ৯টায় পঞ্চগড়ে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং গতিবেগ ছিল ঘণ্টায় ৬-৮ কিলোমিটার। গত মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বলে জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

» চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

» গাজীপুরে ঝুট গোডাউনের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

» রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২

» দিনভর ভোগান্তি: সরকারের আশ্বাসে এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সম্প্রতি