ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)

রাষ্ট্রীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও কেপিআইভুক্ত স্থাপনার সুরক্ষাকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়ে নীলফামারীর ডিমলা-জলঢাকা সংযোগস্থলে বুড়ি তিস্তা নদীর ওপর কালীগঞ্জ ব্রিজসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ আনসার ক্যাম্পে সংঘটিত হয়েছে ভয়াবহ, সুপরিকল্পিত ও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা। দুই দফা হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়ের করা দুটি মামলায় ৪১ জন নামীয় ও প্রায় ৭ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হলেও ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। এখনও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্রের গুলি ও সরকারি মালামাল।

বুড়ি তিস্তা নদী পুনঃখনন মেগা প্রকল্পকে কেন্দ্র করে সংঘটিত এ হামলায় ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র আনসার সদস্যদের অস্ত্রের গুলি লুট, সরকারি স্থাপনা ধ্বংস এবং প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

অথচ দীর্ঘ সময় পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো অগ্রগতি না থাকায় জনমনে তীব্র প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

পাউবোর পক্ষ থেকে জলঢাকা থানায় দায়ের করা মামলায় ৪১ জন নামীয় ও অজ্ঞাতনামা প্রায় ৭ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। তবে মামলা দায়েরের পরও কাউকে গ্রেপ্তার না করায় অভিযুক্ত চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। উল্টো তারা প্রকাশ্যে মশাল মিছিল ও মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবিতে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

পাউবো সূত্র জানায়, ২০২১ সালের মে মাসে অনুমোদিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের পুনর্বাসন ও সম্প্রসারণে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৫২ কোটি টাকা। এর মধ্যে নদী খনন অংশে ব্যয় প্রায় ৯৮ কোটি টাকা। প্রকল্প এলাকায় পাউবোর অধীনে রেকর্ডভুক্ত ১ হাজার ২১৭ একর জমির মধ্যে ৬৬৭ একর জমিতে খনন কাজ বাস্তবায়নের অনুমোদন রয়েছে।

অভিযোগ রয়েছে, ব্যারেজসংলগ্ন কুঠিরডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে ৭ শতাধিক ভূমিদস্যু পাউবোর জমি জবরদখল করে রেখেছে। খনন কাজ শুরু হলেই তারা সংঘবদ্ধভাবে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংসতায় জড়িয়ে পড়ে। বারবার সংঘর্ষ ও মামলা হলেও কার্যকর ব্যবস্থা না নেয়ায় দখলদার চক্র ক্রমেই আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠেছে।

সর্বশেষ গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ভূমিদস্যু নেতা হিসেবে পরিচিত আব্দুল আলীমের নেতৃত্বে মাইকিং করে শত শত লোক জড়ো করে আনসার ক্যাম্পে প্রথম দফা হামলা চালানো হয়। এতে ক্যাম্পে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালিয়ে ১০ রাউন্ড গুলি, প্রায় ৫০ জন আনসার সদস্যের ব্যক্তিগত মালামাল, রেশন, আসবাবপত্র ও নগদ অর্থ লুট করা হয়। একই সঙ্গে খনন কাজে ব্যবহৃত ৭টি এক্সকাভেটর ভেঙে অকেজো করে দেয়া হয়।

পরদিন গত ১ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দফায় হামলা চালিয়ে অস্ত্রের মুখে আনসার সদস্যদের ক্যাম্প ছাড়তে বাধ্য করা হয়। পরে অবশিষ্ট সব মালামাল লুট করে ক্যাম্পের স্থাপনাগুলো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়।

দ্বিতীয় দিনের ঘটনার পর বিকেলে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ আনসার ক্যাম্প পুনরুদ্ধার করলেও ততক্ষণে সেখানে কার্যত কিছুই অবশিষ্ট ছিল না। একটি পাকা ভবন উদ্ধার হলেও দরজা-জানালাসহ সব খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, ‘বুড়িতিস্তা জলাধার খনন ঠেকাতে একটি অসাধু চক্র মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ব্যক্তিগত তিন ফসলি জমি দখলের অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।’

তিনি আরও বলেন, ‘কেপিআইভুক্ত স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই হামলা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। আগের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক নীলফামারী মো. নায়েরুজ্জামান বলেন, ‘ডিমলায় আনসার ক্যাম্পে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি শুধু একটি সরকারি স্থাপনায় হামলা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও কেপিআইভুক্ত স্থাপনার সুরক্ষার ওপর সরাসরি আঘাত। বিষয়টি জেলা প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।’

তিনি আরও বলেন, ‘বুড়িতিস্তা নদী পুনঃখনন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প।

এ ধরনের উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করতে সহিংসতা, গুজব বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না। সরকারি জমি দখল ও বেআইনি কর্মকা-ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

এই ঘটনায় কেপিআই স্থাপনার নিরাপত্তা, মেগা প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের সক্ষমতা এবং সংগঠিত ভূমিদস্যু চক্র দমনে রাষ্ট্রের কার্যকর ভূমিকা নিয়ে সারাদেশে গুরুতর প্রশ্ন উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয়রা।

‘সারাদেশ’ : আরও খবর

» চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

» গাজীপুরে ঝুট গোডাউনের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

» রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২

» দিনভর ভোগান্তি: সরকারের আশ্বাসে এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সম্প্রতি