image

ডিসি পার্ক সাজছে ১৪০ প্রজাতির ফুলে, দেশের সর্ববৃহৎ ফুল উৎসব শুরু হচ্ছে চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ফৌজদারহাটে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করতে যাচ্ছে। ফুল ও জলাশয় মিলিয়ে পার্কটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে।

এতে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও রঙিন মাছের উপস্থিতি বেড়েছে, যা প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তুলছে। আগামীকাল থেকে ফৌজদারহাটের ডিসি পার্কে এ উৎসব শুরু হবে। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উৎসব উপভোগ করতে পারবেন। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসন জানায়, উৎসব উপলক্ষে ডিসি পার্ক সাজানো হচ্ছে ১৪০ প্রজাতির ফুলে। এবারের উৎসবে স্থান পাচ্ছে বেশিরভাগই বিদেশি প্রজাতির শীতকালীন ফুল। সেখানে আছে ২৫ ধরনের গোলাপ, স্টক, গেজানিয়া, ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেসটিয়াম, লিলিয়াম, ডালিয়া, চন্দ্রমল্লিকার মতো ফুল। এছাড়া টিউলিপও আনা হবে বলে জানা গেছে।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন, ভায়োলিন শো, কাউয়ালি সন্ধ্যা এবং নির্বাচনে গণভোট বিষয়ক একটি স্টল। এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি নিয়ে অংশ নেবেন।

উৎসবে ফুডকোর্ট, দর্শনার্থীদের বসার স্থান, সেলফি কর্নার, হাঁটার উন্মুক্ত পথ, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকবে। প্রতিদিন ৫০ টাকার টিকেট কেটে উৎসবে প্রবেশ করা যাবে।

জানা গেছে, ২০২৩ সালের ৪ জানুয়ারি ফৌজদারহাট-বন্দর লিংক রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। এতে প্রায় ১ হাজার কোটি টাকা মূল্যের ১৯৪ দশমিক ১৮ একর খাস জমি উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই খাস জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন হোটেল, রেস্তোরাঁসহ প্রায় ১০০ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এটি চতুর্থবারের মতো ফুল উৎসব। ফুল উৎসব উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

» গাজীপুরে ঝুট গোডাউনের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

» রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২

» দিনভর ভোগান্তি: সরকারের আশ্বাসে এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সম্প্রতি