মৌলভীবাজার জেলাজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষ ও চা শ্রমিকদেরকে শীত উপেক্ষা করে কর্মস্থলে যেতে হচ্ছে, অন্যদিকে কুয়াশা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তাঁর ধারণা, এই পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।
সকালের ঘন কুয়াশার মধ্যে হাতে পলিথিন মুড়িয়ে চা পাতা তুলতে দেখা গেছে শ্রমিকদের। শ্রীমঙ্গল ভুরবুড়িয়া চা বাগানের শ্রমিক বাসন্তী রবিদাস বলেন, "এই ঠান্ডার মধ্যে চা পাতা তুলতে গিয়ে হাত বরফ হয়ে যাচ্ছে। তবুও পাতা তুলতে হবে, না হলে মজুরি মিলবে না।"
চা বাগানের শ্রমিকরা শীতের কারণে গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন; প্রাণীদের গায়ে কাপড় জড়িয়ে শীত থেকে রক্ষার চেষ্টা করছেন তারা। কুয়াশার কারণে দিনের বেলায়ও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।
শ্রীমঙ্গল টুরিস্ট জিপের চালক বাচ্চু মিয়া জানান, কুয়াশা সত্ত্বেও পর্যটকদের নিয়ে বের হতে হচ্ছে। তবে তার মতে, পর্যটকরা শীতের কষ্ট না পাওয়ার বরং এই শীতল আবহাওয়া উপভোগ করছেন।
সারাদেশ: ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম