হবিগঞ্জের চুনারুঘাট রাস্তার পাশে নালায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চুনারুঘাট থানার পুলিশ উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) পশ্চিম বড়আব্দায় এলাকায় এ মরদেহ উদ্ধার করে। মৃত জহুর খাতুন ওরফে হবুল চান (৫৫) ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, রাত ৭টায় বড়আব্দায় রাস্তার পাশে নালায় পরিত্যক্ত অবস্থায় এলাকাবাসী বৃদ্ধার মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে বুধবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
সারাদেশ: ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম