পটুয়াখালীর মির্জাগঞ্জে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূ হত্যা মামলার একমাত্র আসামি তারই স্বামী সাইমনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের তিনদিনের মধ্যেই গতকাল বুধবার রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস সালাম জানান, পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হজরতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে গ্রেপ্তার সাইমনের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে ভুক্তভোগী গৃহবধূ কুলসুমের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সাইমন অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। গত ১ মাস আগে কুলসুম রাগ করে বাবার বাড়ি মির্জাগঞ্জে চলে আসেন। এরপর গত শনিবার সাইমন শ্বশুরবাড়ি আসেন। তারা ঘরের দোতলায় ঘুমাতে যান। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ৯টার দিকে পরিবারের লোকজন উপরে গিয়ে কুলসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ততক্ষণে সাইমন সেখান থেকে পালিয়ে যান।
সারাদেশ: ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম