image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিদ্যুৎ সংযোগের নামে ঘুষ দাবি

পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিনিধি, পটুয়াখালী

বিদ্যুৎ সংযোগের নামে ঘুষ দাবির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম), পিওসি, জুনিয়র ইঞ্জিনিয়ার ও লাইন টেকনিশিয়ানসহ পাঁচজনের বিরুদ্ধে গতকাল বুধবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট চৌকি আদালতে এক মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক রাব্বি ইসলাম রনি মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে আদালতের উপপুলিশ পরিদর্শকে তদন্ত করে আাগামী ২৮ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

কলাপাড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেনের দায়ের করা দ- বিধির ১৬১, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ (খ) ধারায় কলাপাড়া চৌকি আদালতে আসামিদের বিরুদ্ধে এ মামলায় উল্লেখ করা হয় যে, আসামিরা দীর্ঘদিন ধরে উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে অবৈধভাবে ঘুষ গ্রহণ করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, আদালত আইনজীবী সমিতির সদস্যরা অবসর সময় ব্যাটমিন্টন খেলার জন্য আদালত মসজিদ থেকে অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ চাইলে প্রথমে অপারগতা প্রকাশ করা হয়। পরে আইনজীবী সমিতির পিয়নের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘটনার দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এ সময় আইনজীবী সমিতির পিয়ন প্রতিবাদ করলে তাকে মারধরসহ বিভিন্ন দ-বিধির অপরাধ সংগঠিত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসিরউদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া গেলে বিদ্যুৎ সেবাগ্রহীতারা গণহয়রানি থেকে মুক্তি পাবেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি