image
ছবিঃ সংগৃহীত

গজারিয়ায় জান্নাত হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে জান্নাত প্রধান (২৭) হত্যার ঘটনায় জড়িত খুনীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার,( ০৮ জানুয়ারী ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এলাকাবাসী ও নিহতের স্বজনদের উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক গ্রামবাসী, নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা অংশ নেন। মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের নিজ বাড়ি থেকে জান্নাত প্রধানকে ডেকে নিয়ে, একই মহল্লার শাহীন রাঢ়ীর বসতঘরে তার মাদকাসক্ত দুই ছেলে তারেক ও রিয়াদ কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

হত্যার ঘটনায় ওইদিন রাতেই নিহত জান্নাত প্রধানের মা জাহানারা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি