image
ঈশ্বরদী (পাবনা) : শীতে কষ্ট পাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ -সংবাদ

ঈশ্বরদীতে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। আজ কয়েকদিন পর রোদের দেখা মিললেও, তার কোনো প্রভাব পড়েনি শীতে। শীতের তীব্রতায় বেশি কষ্ট পাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, শিশু ও বৃদ্ধরা।

গতকাল বুধবার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন। তিনি আরও জানান এতদিন ঈশ্বরদীতে মৃদু শৈত্যপ্রবাহ চললেও আজ থেকে তা শৈত্যপ্রবাহে পরিণত হয়েছে। এর আগে গত মঙ্গলবার ৮.৫ ডিগ্রি গত সোমবার ৮.৪ ডিগ্রি, রোববার ১০ ডিগ্রি, শনিবার ৯ ডিগ্রি এবং শুক্রবার ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্র রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি