image

নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে চার পরিবারের সব পুড়ে ছাই

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী এলাকায় সন্দেহজনক অগ্নিকাণ্ডে একই ঘরে বসবাসরত চারটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে মৌলভী কবির উদ্দিনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের প্রধান তিন ছেলের বিয়ের পর তাদের আলাদা সংসার করে দেন। একই ঘরের ভেতরে চারটি পরিবার পৃথকভাবে বসবাস করছিল। হঠাৎ করে ওই ঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে।

ক্ষতিগ্রস্ত এক নারী জানান, আগুনে তার প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, ফার্নিচার, কাপড়চোপড়, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি আরও জানান, অন্যদের কাছেও উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিল, যা আগুনে সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় ঘরের ভেতর থেকে বারবার ‘ঠুসঠাস’ ধরনের শব্দ শোনা যাচ্ছিল, যা স্বাভাবিক অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ কারণে এলাকাবাসীর মধ্যে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, কেউ ইচ্ছাকৃতভাবে দাহ্য পদার্থ বা গানপাউডার ব্যবহার করে আগুন লাগাতে পারে। শত্রুতামূলক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও তারা আশঙ্কা করছেন।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নেভানোর চেষ্টা করে। তিনি জানান অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি