দেশের ২৪টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর।
কাবু মৌলভীবাজার
এই পরিস্থিতি চলতে পারে আরও কয়েকদিন। বৃহস্পতিবার,( ০৮ জানুয়ারী ২০২৬) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া হয়েছে। সে হিসেবে শৈত্যপ্রবাহটি আগামী সোমবার পর্যন্ত বিরাজ করতে পারে।
‘এরপর এ শৈত্যপ্রবাহটি বিরাজ করবে কিনা তা পরবর্তীতে বোঝা যাবে। তবে বলা যাচ্ছে, শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন বিরাজ করবে।’ রাজশাহী ও রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। মোট ১৭টি পর্যবেক্ষণাগারে রেকর্ড হওয়া তাপমাত্রা অনুযায়ী এ তথ্য পাওয়ার কথা বলেন নাজমুল হক।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ২৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনি¤œ তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই পাঁচদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময়ে নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও তুলে ধরা হয়েছে পূর্বাভাসে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (আজ) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী রোববার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, বলা হয়েছে পূর্বাভাসে।
শীতে কাবু মৌলভীবাজার
আমাদের জেলা বার্তা পরিবেশক জানান, মৌলভীবাজারের জনপদে তীব্র শীত আর ঘন কুশায়ায় রীতিমত বিপর্যস্ত জনজীবন। এ অবস্থা চলছে প্রায় সপ্তাহদিনব্যাপী। বৃহস্পতিবার ভোর ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যক্ষেণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার একই সময়ের তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে গত ১ জানুয়ারি সকাল ৬টায় তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, ২ জানুয়ারি ১২ ডিগ্রি, ৩ জানুয়ারি ১২.২ ডিগ্রি, ৪ জানুয়ারি ৯.৫ ডিগ্রি, ৫ জানুয়ারি ১২.৫ ডিগ্রি ও ৬ জানুয়ারি ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ডিজিটাল রেকর্ড করা হয়েছে।
গাড়ি চালক সোহাগ আহমদ বৃহস্পতিবার সংবাদকে বলেন, তিনি সকাল ৭টার দিকে মৌলভীবাজার থেকে সিলেটের পথে রওনা দেন। ঘন কুয়াশার কারণে কয়েক হাত দূরের পথও দেখা যায় নাই। বিশেষ করে ছোট ছোট যানবাহনের লাইটও দেখা যায় না। আগেরদিন সারাদিনই সূর্যের দেখা মিলেনি। তবে বৃহস্পতিবার সিলেট ও মৌলভীবাজারে প্রখর রোদ ছিল। এতে শীতের প্রকোপ কমেছে।
এদিকে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কাঁচা ঘরে বসবাসকারী এবং হাওড় ও পাহাড়ি এলাকায় বসবাসকারী লোকজন। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বাড়তে থাকে। অনেকে ঘরের ভেতরে উনুন জ্বালিয়ে রেখে ঘর গরম রাখার চেষ্টা করেন। শীতে গৃহপালিত পশু-পাখিও কাবু হচ্ছে। বোরো রোপনের মৌসুমে ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। শীতের কারণে বোরো জমি প্রস্তুতিতেও বিলম্ব হচ্ছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, শীতের কারণে শিশু ওয়ার্ডে ঠা-াজনিত রোগীর সংখ্যা বেড়েছে। কোল্ড ডায়রিয়ার রোগীও বেড়েছে হাসপাতালটিতে।
সারাদেশ: মহেশপুর সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার