শুক্রবার রংপুরসহ সারা দেশে অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডিভাইসসহ অন্যান্য সরঞ্জাম।
বৃহস্পতিবার,( ০৮ জানুয়ারী ২০২৬) বিকেলে নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত ডিবি পুলিশের উপ-কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনারসনাতন চক্রবর্তী।
পুলিশ জানায় গোপন সুত্রে জানা যায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি সংঘবদ্ধ চক্র মোটা অংকের অর্থের বিনিময়ে বিশেষ ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র সাপ্লাই দেবার জন্য নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন বেকারিতে অবস্থান করছে দুই জ্বালিয়াত চক্র। খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রশ্ন পত্র ফাঁসকারী চক্রের দুইজনকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ডিভাইসসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। যে দুইজনকে আটক করা হয় তারা হলেন গোলাম কিবরিয়া পিতা মরিকুল ইসলাম ও সুমন চন্দ্র পিতা গোপাল চন্দ্র তাদের দুজনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল গ্রামে।
ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী তাদের মুল হোতাসহ অন্যান্যদের রাতের মধ্যে গ্র্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। পুলিশ কর্মকর্তা পরীক্ষার অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন আপনারা প্রতারণার ফাঁদে পা দেবেননা ধরা পড়লে ফৌজদারি মামলায় জড়িয়ে সারাজীবনের জন্য অযোগ্য হবেন।
সারাদেশ: মহেশপুর সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার