image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মোহনগঞ্জে জমে উঠেছে মৃদঙ্গ বাজার

প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

আবহমান কাল ধরে লোকবাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে লোকবাদ্য মৃদঙ্গ। আঞ্চলিক ভাষায় ইহা খোল নামেও পরিচিত। বিভিন্ন লোকগানে মৃদঙ্গের ব্যবহার রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সংকীর্তন, বৈঠকি গান বাজনায় মৃদঙ্গের ব্যবহার বহু পুরনো। যারা মৃদঙ্গতে তাল দেন তারা মৃদঙ্গ বাদক, খুলি বলে পরিচিত।

মোহনগঞ্জ পৌরশহরের আখড়া রোডে জমে উঠেছে মৃদঙ্গ বাজার। কলমাকান্দা উপজেলা থেকে আগত মৃদঙ্গ কারিগররা মৃদঙ্গের পসরা সাজিয়ে বসেছ। মৃদঙ্গ কারিগর শৈলেন ও নির্মল দাস জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে খোলের চাহিদা বাড়ে। বেচা বিক্রি হয় নাই। ক্রেতারা দরদাম করছেন। একটি সাধারণ খোলের দাম ১ হাজার থেকে ১ হাজার ৫শ টাকা পর্যন্ত বিক্রি হয়। একটি বান্দা খোলের দাম পড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি