image

পরিমাপে কম দেওয়ায় মানিকগঞ্জে ফিলিং স্টেশনে জরিমানা

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ, জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, থ্রি স্টার ফিলিং স্টেশনে প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল এমন অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ওই ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের ‘স্বার্থ রক্ষায়’ এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি