image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মার্চেন্ট নেভির এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ধুমঘাট ফরেস্ট বিট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ডাবল ডেকারের সেন্টমার্টিন পরিবহনের একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির বাম পাশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হয় ৩ জন। নিহতদের মধ্যে রয়েছেন মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৬)। তিনি মার্চেন্ট নেভির সদস্য ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। অন্য দুজন হলেনÑ চট্টগ্রামের চান্দগাঁও থানার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া বেপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালকরা পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন থানা হেফাজতে নেয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি