মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোখের ছানি কাটা রোগীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুমারভোগ ইউনিয়ন পরিষদ মাঠে খড়িয়া মুক্তি সংঘের উদ্যোগে শতাধিক চোখের ছানি কাটা রোগীদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়েছে। জানা যায়, গত ২৯ ডিসেম্বর খড়িয়া মুক্তি সংঘের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা, ওষুধ বিতরণ ও চোখের ছানি অপারেশনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঐই কর্মসূচিতে যেসব রোগীদের চোখের ছানি অপারেশন হয়েছিল তাদের মধ্যেই এদিন কম্বল বিতরণ করা হয়।
খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোগো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিমুল গনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোগো গ্রুপের পরিচালক ডা. নাহিদ হাসান নিশান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন বেপারী, আবদুল কাদির সওদাগর, মোহাম্মদ কামাল শেখসহ সংগঠনের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।