image

রাণীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)

নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাণীনগর সদরের খাদ্যগুদাম রোড় এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন দলটির পক্ষ থেকে ৮০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দেয়া হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলার সভাপতি আলহাজ মুফতি মো. রাশেদ ইলিয়াস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন, উপদেষ্টা মুফতি আব্দুর রউফ, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের প্রভাষক মতিউর রহমান স্বপন প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি