পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহতের অভিযোগ উঠেছে সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে। আহত নার্সের গলায় বেশ কয়েকটি সেলাই দেবার পর ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার, (০৯ জানুয়ারী ২০২৬) সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন।
আহত নার্স পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি (২৮)। তিনি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত সেনা সদস্য স্বামী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন এলাকার নুর মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম (৩৫)। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বলছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইনডোরে নাইট ডিউটি করছিলেন নার্স ডলি।
ডিউটি শেষ হবার একটু আগে সকাল পৌনে ৮টার দিকে স্বামী সেনা সদস্য আমিরুল এসে তার সাথে কথা কাটাকাটিতে জড়ায়। এর একপর্যায়ে আমিরুল ছুঁরি দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে আহত নার্স ডলিকে সেলাই শেষে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।