নীলফামারীর সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে চারটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ সময় চারটি ইটভাটার কিলন এক্সকাভেটর দিয়ে আংশিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
জরিমানা করা ইটভাটাগুলো হলো উপজেলার কামারপুকুর এলাকার এমদাদুল হকের মালিকানাধীন মেসার্স সোনার বাংলা ব্রিকস, দলুয়া কামারপুকুর এলাকার সুরেশ সিংহানিয়ার মালিকানাধীন মেসার্স বিপিএল-২ ব্রিকস, মো. এজাজ আহমেদের মালিকানাধীন মেসার্স এ এস বি ব্রিকস এবং কদমতলী এলাকার মো. ওবায়দুল ইসলামের মালিকানাধীন ব্রিকস লিংক লিমিটেড।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে এসব ইটভাটার বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।