image
ছবিঃ সংগৃহীত

পত্নীতলা ১৪০০ ট্যাপেন্টাডলসহ আটক ১

প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত সাড়ে আটটার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীন কালুপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বেসীমান্ত পিলার ২৬৪ এমপি হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানা হতে ৫০ গজ পূর্ব দিকে জৈনক রফিকের চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালিয়ে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় মো. গোলাম রব্বানী (৩২) নামের এক চোরাকারবারিকে। তিনি ধামইরহাট উপজেলার নিউটা গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মো. নুরুজ্জামান।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি