image
ছবিঃ সংগৃহীত

ভালুকায় শৈত্যপ্রবাহে বোরো বীজতলা নষ্ট, বিপাকে চাষিরা

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

দীর্ঘ সময় ধরে বয়ে চলা লাগাতার শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে উপজেলার বিভিন্ন গ্রামে বোরো বীজতলা কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত ধানের চারা হলুদবর্ণ হয়ে নেতিয়ে পড়েছে। এতে আসন্ন বোরো আবাদে বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা। কোল্ড ইঞ্জুরির কারণে চলতি বোরো মৌসুমে সময়মত ক্ষেতে ধানের গোছা লাগানো সম্ভব হবে কিনা এ নিয়ে চাষিরা আশঙ্কায় ভোগছেন।

বৃহস্পতিবার সরজমিন উপজেলার ধামশুর গ্রামে গেলে দেখা যায় মজিবর রহমানের একটি বীজতলা কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছে। এছাড়া ওই এলাকার প্রায় অধিকাংশ বোরো বীজতলা কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে হলুদ বরণ পাতাগুলো নেতিয়ে পড়েছে। ধামশুর গ্রামের কৃষক নাছির উদ্দীন জানান তিনি এক একর জমিতে বোরো ধানের চারা রোপনের জন্য একটি বীজতলা করেছেন। শৈত প্রবাহ ও ঘন কুয়াশার কারণে তার বীজতলা কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছে। তিনি তার বীজতলায় নিয়মিত নলকূপ হতে তোলা মাটির নিচের হালকা গরম পানি সেচ দিয়ে মাটির হিম কাটানোর কাজ করে যাচ্ছেন। এছাড়া প্রতিশেধক হিসেবে সালফার ও থিওভিট আক্রান্ত ক্ষেতে প্রয়োগ করছেন। একই এলাকার কৃষক মজিবর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে তার আক্রান্ত বীজতলার পরিচর্যা করে যাচ্ছেন বলে জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা নূসরাত জামান জানান লাগাতার শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে উপজেলার বিভিন্ন গ্রামে কিছু কিছু কৃষকের বোরো বীজতলা কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হলেও মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি বীজতলা পরিচর্যা ও করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। যেহেতু গত দুদিন যাবৎ কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বীজতলার কোল্ড ইঞ্জুরি অনেকটাই কেটে যাবে। চলতি মৌসুমে বোরো আবাদে বোরো ধানের চারার সংকট হবে না।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি