ভাটিবাংলার প্রাণকেন্দ্র মোহনগঞ্জ উপজেলা। হাওর বাওর বেষ্টিত উপজেলার বড় হাওর ডিঙ্গাপোতা। হাওরবাসীর একমাত্র ফসল হলো বোরো ধান। হাওরবাসীর জান একফসলী ধান। জীবন জীবিকার একমাত্র ভরসা বোরো ধান। সাড়া বছর ধরে আশায় চেয়ে থাকে এ ফসলের দিকে। অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তাদের মুখের গ্রাস কেড়ে নেয়। তবু হাল ছাড়ে না হাওরবাসী। প্রতি বছরের মতো এবারো হাওরের পানি নেমে যাওয়ার পর বীজতলা তৈরি করে। দেখতে দেখতে চারা রোপণ উপযুক্ত হয়। পৌষের প্রথম থেকেই ধানের চারা লাগানো শুরু হয়। প্রচণ্ড শীত উপেক্ষা করে চারা রোপণে ব্যস্ত সময় পাড় করছেন হাওর কৃষক। হাওর পাড়ের কৃষক শফিকুল ইসলাম বলেন, ৬০ কাঠা জমিতে চারা লাগালাম।
মশিউর রেজা জানান, ডিঙ্গাপোতা হাওরে পুরোদমে চলছে বোরো আবাদ। কৃষি অফিস সূত্রে জানা যায় মোহনগঞ্জে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১৬,৯৯০ হেক্টর। এর মধ্যে হাইব্রীড ২৪৩৫ হেক্টর, উফসি ১৪ ৫৫৫ হেক্টর।