image
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরের লালখান বাজার এলাকা থেকে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- খুলশী থানাধীন মতিঝর্ণা এলাকার মতি লাল ঘোষের ছেলে প্রদীপ লাল ঘোষ (৫২) ও রাঙ্গুনিয়া উপজেলার চা বাগান এলাকার স্বপন সিংহের ছেলে অজয় সিংহ (২৫)।বৃহস্পতিবার সকালে র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেণ, ভিকটিম শিশুটির পরিবার আসামি প্রদীপ ঘোষের ভাড়া বাসায় থাকতো। তার বাবা-মা গার্মেন্টস কর্মী। তার বাবা সপ্তাহে একদিন বাসায় আসে। মা প্রতিদিন দুপুরে গার্মেন্টেসে যান ফেরেন রাত ১০টায়। তাদের বাসার পাশে দাদার বাসা হওয়ায় তারা প্রায়ই সেখানে যায়। গত ৩ জানুয়ারি শিশুটি তার দাদার বাসা থেকে কাউকে কিছু না বলে নিজেদের বাসায় চলে আসে। রাতে দাদা তাকে বাসায় না দেখে শিশুটির বাসায় খুঁজতে আসেন। সেখানে এসে দেখেতে পান, শিশুটি গলায় ওড়না পেঁচানো অবস্থায় আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে তার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতা পুলিশকে খবর দেন। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিকটিমের পরিবারের দাবি, মেয়েকে ধর্ষণ করার পর মৃত্যু ঘটানো হয়েছে এবং অপরাধ গোপন করার জন্য আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয় পাশাপাশি সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ধর্ষণ পরীক্ষাও করানো হয়।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং শরীরে আঘাতের চিহ্নও ছিল না। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের আলামত আছে কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বুধবার রাতে পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। পরিবারের পক্ষ থেকে একটি ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে। লাশ উদ্ধারের সময় শিশুটির পা মাটির সঙ্গে লাগানো ছিল।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি