image

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি

সংবাদ অনলাইন রিপোর্ট

নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো উদ্বেগ নেই, তবে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চান।

শুক্রবার রাতে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এসব কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে চারটায় পাকিস্তান হাই কমিশনার, ছয়টায় জার্মান হাই কমিশনার ও সাতটায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার বিএনপি কার্যালয় আসেন। কূটনীতিকরা একে একে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে।

চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই

বৈঠকে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়নমূলক নানা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি ।

কূটনতিকরা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেননি বলেও জানান হুমায়ুন কবির।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি