image
সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকা থেকে গুলিসহ ২টি ওয়ান শুটার গান জব্দ

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯টি গুলি জব্দ করেছে বিজিবি।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউপির উনিশবিঘা গ্রামের আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় সেগুলি জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাত পৌনে ১০টার দিকে সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর বিওপির টহল দল দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও নয়টি গুলি উদ্ধার করে।

প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় দু’মাস যাবৎ এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ফলে গত ছয় মাসে ছয়টি বিদেশি অস্ত্র ওয়ান শুটার গান, ১২টি গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি