image

যশোরে ৪টি গুদামে ভয়াবহ আগুন

যশোর অফিস

যশোর শহরের পুলেরহাট বাজারে তুলা, ধান, সার ও কীটনাশকের চারটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত এবং অন্য তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যশোর ফায়ার সার্ভিসের উপপরিচালক জাহাঙ্গীর আহমেদ প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তুলার গুদাম থেকেই আগুনের উৎপত্তি বলে জানান তিনি।

তুলার গোডাউনের মালিক মোহাম্মদ লিটন জানান, তার গুদামে রাখা প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার তুলা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া, আব্দুল আজিজ ও ইকবালের গুদামের

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি