image

জয়পুরহাটে ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন

প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছুরিকাঘাতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপর রাতে অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। নিহত ব্যক্তির নাম ইয়ানুর রহমান (৩০)। তিনি উপজেলার ছালাখুর গ্রামের আলম ম-লের ছেলে ও স্থানীয় যুবদলের কর্মী।

পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়ানুর খুন হয়েছেন।

ইয়ানুরের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, ইয়ানুরের সঙ্গে একই গ্রামের মোস্তফা ও ময়নুলের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পরিবার।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গুচ্ছগ্রামের একটি মসজিদ তহবিলের টাকা নিয়ে ইয়ানুর রহমানের সঙ্গে একই গ্রামের মোস্তফা ও ময়নুলের মধ্যে বিরোধ চলছিল। রাত ১১টার দিকে শালাইপুর বাজার ঢাকারপাড়া মোড়ে ছিলেন ইয়ানুর। এ সময় দুর্বৃত্তরা সেখানে গিয়ে ইয়ানুরকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়ানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষ মোস্তফার বাড়ি ও খড়ের গাদায় আগুন দেয়। এতে বাড়িটির আসবাবপত্র পুড়ে গেছে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান বলেন, গুচ্ছগ্রামে মসজিদের ২০ হাজার টাকা নিয়ে ইয়ানুরের সঙ্গে মোস্তফা ও ময়নুলের দ্বন্দ্ব ছিল। বিষয়টি নিয়ে এক মাস আগে উভয়পক্ষের মারামারি হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি