image

হবিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাইয়ে জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের হাওরে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন লাখাই থানার ওসি মো. জাহিদুল হক। সংঘর্ষে নিহত হিরাজ মিয়া ওই গ্রামের হয়রত আলীর ছেলে।

আহতদের মধ্যে মোখলেছ মিয়া, কামাল মিয়া, রেজাউল, আকতার মিয়া, রকিব মিয়া, ফয়জুল, জুবায়েদ, মহিউদ্দিন, হারুন, সোয়াব মিয়া, জিসান মিয়া, ধলাই মিয়া, নুর ইসলামকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তারেক মিয়া, শিফা আক্তার, কাশেম মিয়া ও খাদিজা বেগমকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জাহিদুল হক বলেন, দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে ফরিদপুর গ্রামের মোখলেছ মিয়ার সঙ্গে কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়ার বিরোধ চলছিল। পরে শুক্রবার দুপুরে তাদের মধ্যে বাগবিত-ার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে মোখলেছ মিয়ার পক্ষের হিরাজ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি