image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রতিনিধি, রায়পুর (লক্ষীপুর)

উন্নয়ন প্রকল্পের অর্থ লুট, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতি, দায়িত্বে নিষ্ক্রিয়তাসহ নানা অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু ছালেহ মিন্টু ফরায়েজীর বিরুদ্ধে ১০ জন সদস্য অনাস্থা জানিয়েছেন।

বৃহস্পতিবার প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলামের নেতৃত্বে লিখিত অনাস্থা প্রস্তাবটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার কাছে লিখিত অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

অনাস্থা প্রস্তাবে সদস্যরা অভিযোগ করেন, চেয়ারম্যান মিন্টু ফরায়েজী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠজন। তিনি ওই ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে নির্বাচন হওয়ার পর থেকে বিভিন্ন সরকারি বরাদ্দের প্রকল্প, ডিজিটাল সেন্টার পরিচালনা, পাকা ঘর বরাদ্দ, গৃহহীনদের তালিকা প্রণয়ন, গাছ কাটার অনুমতি, রাস্তা প্রশস্তকরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিসহ প্রায় সব ক্ষেত্রেই একক সিদ্ধান্ত গ্রহণ করে আসছেন। এতে পরিষদের সদস্যরা মতামত দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প বণ্টনের ফলে ইউনিয়নের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

ইউপি সদস্য নজরুল ইসলাম, বশির হাওলাদার ও আবুল হোসেনসহ কয়েকজন বলেন, চেয়ারম্যানের একক সিদ্ধান্তের কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।ইউনিয়নের স্বার্থে আমরা অনাস্থা প্রস্তাব দিতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে চেয়ারম্যান মিন্টু ফরায়েজী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি