image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গজারিয়ায় হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, গজারিয়া ( মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক শাহজালাল (৩৭) হত্যাকান্ডের ৩৫ দিন পর হত্যার রহস্য উন্মোচিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহত শাহজালালের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর আনুমানিক ২.৩০ টায় গজারিয়া থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে কালো টি-শার্ট পরিহিত উলঙ্গ ও হাত-পা বাধা একজন অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ থানা এলাকার মধ্য বাউশিয়ার কাজলা খাল থেকে উদ্ধার করে। একই দিন বিকালে, হত্যার শিকার শাজালালের (৩৭) বড় ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে গজারিয়া থানায় (মামলা নং-০৫) রুজু করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার এসআই রুবেল শিকদারের নেতৃত্বে গতকাল শুক্রবার, চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন পাঁচগাছিয়া এলাকা থেকে ভিকটিম এর বন্ধু ইব্রাহিম ওরফে সাগরকে (২৮) গ্রেপ্তার করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি