image
সিংগাইর (মানিকগঞ্জ) : শীতার্তদের মাঝে কম্বল বিতরণ -সংবাদ

জয়পুরহাট ও সিংগাইরে ৩০০ দুস্থ ও এতিম শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইরে শীতার্ত দুস্থ, এতিম মাদ্রাসা শিক্ষার্থী ও নিম্নবিত্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগটি গ্রহণ করে সামাজিক সংগঠন প্রবাসী কল্যাণ ট্রাস্ট।

শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ সকাল ১১টায় উপজেলার জামসা ইউনিয়নের গোলাইডাঙ্গা–বাস্তা মোড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

এ কার্যক্রমে অর্থায়ন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সেলিম হোসেন, সাইফুল ইসলাম, মোবারক হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কম্বল পেয়ে শীতার্ত মানুষ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপকারভোগী পিয়ারজান, জয়তুন ও হাসেম আলীসহ একাধিক ব্যক্তি সংবাদকর্মীদের বলেন, প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তা প্রতিবছর শীত মৌসুমে আমাদের পাশে থাকে। কম্বল পেয়ে আমরা শীত নিবারণ করতে পারি। শুধু শীতকালেই নয়, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যও তারা আর্থিক সহায়তা করে থাকেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইস্তাফিজুর মেম্বার। এছাড়া সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক হোসেন, শওকত খান, হুমায়ূন রশিদ, আব্দুল হাই, নুরুল ইসলাম, মো. রাশেদুল, সোহরাব হোসেন, শহিদুল ইসলাম ও সোলায়মান প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি