শীতের ভরা মৌসুমে যেখানে বাজারে শাকসবজির সরবরাহ উপচে পড়ার কথা এবং দাম সাধারণ মানুষের নাগালে থাকার কথা, সেখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে গাজীপুরের কাপাসিয়ায়।
মাত্র দুদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য। শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ সকালে কাপাসিয়া সদর বাজার ঘুরে দেখা যায়, আলু, পেঁয়াজ, লাউ, মুলা, লাল শাক, পালং শাক, পুঁইশাক, শিম ও বেগুনের দাম আকাশচুম্বী। গত দুদিন আগেও যে সবজিগুলো সাধারণ মানুষের হাতের নাগালে ছিল, আজ তা কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। সাধারণত শীতকালে সবজির দাম কম থাকলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ ব্যতিক্রম।
বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে কৃষক মাহাবুবুর রহমান জানান, শীতের এই সময়ে ফলন ভালো হলেও সার, বীজ ও পরিবহণ খরচ আগের চেয়ে অনেক বেশি। এছাড়া কুয়াশা ও আবহাওয়ার কারণে কিছু ফসলের ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে দামে।
অন্যদিকে, বাজারে সদাই করতে আসা ক্রেতা নূরুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভেবেছিলাম শীতের সময় একটু কম দামে সবজি পাবো। কিন্তু বাজারে এসে দেখি অন্য চিত্র। দুই দিন আগের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এখন আর মাছ-মাংস তো দূরের কথা, সাধারণ সবজি কেনাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, তদারকি জোরদার না করলে সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসন ও বাজার কমিটির দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।