image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকান্ড, ক্ষতি দেড় কোটি

প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ছাব্বিশ মণ পাট পুড়ে গেছে, যার আর্থিক মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ রাত আড়াইটার দিকে মুকসুদপুর সদরের সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে অপর ব্যবসায়ী নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।দোকান মালিকদের মতে, প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মেহেদি হাসান জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পৌছাই। ততক্ষনে আগুনের লেলিহান শিখা উঠে গেছে। প্রথমে মুকমুদপুর ইউনিট ও পরে কাশিয়ানি ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট সকাল ১০টা পর্যন্ত আগুন কাজ করে নিয়ন্ত্রণে আনে।এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে এর কারণ বিস্তারিত ভাবে জানানো হবে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, তিনি প্রতিদিনের মতো পাট গুদামের কাজ শেষ করে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। কী কারণে আগুন লেগেছে তা বলতে পারছেন না। তিনি জানান, তার ১৮’শ মণ,নির্মল সাহার ৩শ মন ও ইকরাম মিয়ার ৫শ পাট পুড়ে গেছে এবং এই ঘটনায় তারা ব্যবসায়ীকভাবে পুরোপুরি সর্বস্বান্ত হয়ে গেছেন বলে সাংবাদিকদের জানান।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি