রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) মীরগঞ্জ বিওপি রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ আটক করেছে। রাজশাহী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সোহাগ মিলন জানান মীরগঞ্জ বিওপি গোপন তথ্যের ওপর ভিত্তি করে গতকাল শুক্রবার দিনগত রাতে বাঘা থানার বারশিপাড়ার আমবাগানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ আটক করেছে। আটককৃত ভারতীয় মদ বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।