image
গোয়ালন্দ (রাজবাড়ী) : উপজেলার হামিদ মৃধার হাটে অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রির অভিযোগে অভিযান -সংবাদ

গোয়ালন্দে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন হামিদ মৃধার হাটে অসুস্থ পশু জবাই এবং মাংস বিক্রয় প্রতিরোধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করা হয়। গত বৃহস্পতিবার রাত দশটার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসিব হাসান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার এসআই বিল্লাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলাধীন হামিদ মৃধার হাট এলাকার হাসান মোল্লা প্রায়ই অসুস্থ গরু জবাই করে বিক্রি করে থাকেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি কসাইখানায় অসুস্থ পশুর সন্ধান পাওয়া গেলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১-এর ১৭ ধারা অনুযায়ী ভেটেরিনারিয়ান কর্তৃক উক্ত কসাইখানার সম্পূর্ণ মাংস ভক্ষণ অযোগ্য ঘোষণা করা হয়। এ সময় জব্দকৃত মাংস বাজারের পাশে গর্তে পুঁতে রাখা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসিব হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পচা মাংস পেয়ে ২০১১ আইনের ১৮ ধারা অনুযায়ী ভক্ষণ অযোগ্য ঘোষিত মাংস জনসম্মুখে ধ্বংস করা হয় ও কসাইখানাটি বন্ধ করে দেয়া হয়। উল্লেখ্য অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট অপরাধীকে পাওয়া যায়নি। জনস্বার্থে উপজেলা প্রশাসন গোয়ালন্দ কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি