নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামের আবু তৈয়ব বলীর ২ বছরের এক শিশু পুত্র সন্তানের পুকুরে পনিতে ডুবে মৃত্যু হয়েছে।
পরিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে শিশু তাওসিফ রেখে তার মা নুসরাত বেগম পরিবারে রান্নাবান্নার কাজ করছিল। কাজ শেষে শিশু পুত্রকে বসত বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়া অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক উদ্ধার করে ডিমলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।