image
মধুপুর (টাঙ্গাইল) : ধনবাড়িতে টাঙ্গাইল জেলা ৯৬ এর মিলন মেলায় অংশগ্রহণকারী বন্ধুদের আড্ডায় কেক কাটা হচ্ছে -সংবাদ

ধনবাড়ীতে এসএসসি ৯৬ ব্যাচের মিলনমেলা

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

‘শেকড়ের টানে যেন প্রজন্মের মেল বন্ধন, সময় বদলায়, বন্ধুত্ব নয়’- এ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ীতে হয়ে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী নওয়াব প্যালেসের স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শনের মনোরম ক্যাম্পাসে সকাল থেকেই জমে উঠে টাঙ্গাইল জেলা ৯৬ এর মিলন মেলার মুল আবহ। একে একে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। আগতরা নিজেরদের বন্ধু-বান্ধবীদের পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠে। একই রঙের টি-শার্ট মিলন মেলায় যেন নতুন প্রাণের ছোঁয়ায় বর্ণীলতা পায়। ফুল আর নানা রঙের গেইট আর প্যান্ডেল ফেস্টুনে সাজানো হয় অনুষ্ঠানস্থলকে। জমকালো এ আয়োজনে ধনবাড়ি ৯৬ ব্যাচের অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান হোসেনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় কুরআন তেলাওয়াত। এক মিনিট নীরবতা পালন করা হয় প্রয়াত বন্ধুদের স্মরণে। উপজেলা ভিত্তিক পরিচয় পর্বের পর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ৯৬ ব্যাচের গ্রুপ ক্রিয়েটর কামজ্জামান মুকুল, এডমিন প্যানেলের মনোয়ার হোসেন, ধনবাড়ির আব্দুর রউফ, ভূঁইয়াপুরের আব্দুল লতিফ তালুকদার, কালিহাতির সৈয়দা ফরিদা ইয়াসমিন মিতু, মধুপুরের হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে মধ্যাহ্নভোজের পর কেক কেটে টাঙ্গাইল জেলা ৯৬ ব্যাচের তৃতীয় বর্ষ মিলন মেলার স্মরণীয় করে রাখা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জমে উঠে পুরো আয়োজন।

মিলন মেলায় টাঙ্গাইলের ১২টি উপজেলার চার শতাধিক এসএসসি ৯৬ ব্যাচের বন্ধুরা তাদের পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে অংশ করে।

আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান হোসেন জানান, এ বছর তাদের ব্যাচের জেলা কমিটির তৃতীয় মিলন মেলা। এখানে জেলার প্রায় চার শতাধিক বন্ধু বান্ধবী অংশ নেয়। সকালের নাস্তা দুপুরের আহার চা খাওয়ার ব্যবস্থাসহ পুরো নওয়াব প্যালেস ভাড়া করে নানা আয়োজনের মধ্যে সারা দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করে। এমন আয়োজনে বন্ধুদের সঙ্গে প্রজন্মের মেল বন্ধন গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা তাদের।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি