ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার মদের রাজ্য হিসেবে পরিচিতি রূপারচরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলোÑ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামের সুলতান বেপারীর ছেলে মো. আব্দুল রশিদ (৪৭), একই উপজেলার জিয়ানগরের বিশা খার ছেলে মো. রবিন (৩০), আলী হোসেনের ছেলে মো. তুহিন (১৯) ও নবাবগঞ্জ উপজেলার খতিয়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে শুকুর আলী (৩১)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ জানান, শুক্রবার ভোরে উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মহিলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মহিল পালিয়ে গেলেও ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্য মতে মো. মহিলের বাসা থেকে ১ হাজার ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় (যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা)। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।