image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডেও বদরপুর এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুবৃত্তের হামলায় বশির শরীফ (২৮) নামের এক যুবক খুন হয়েছে। বশির শরীফ এলাকার মো. আব্দুল শরীফের ছয় সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান।

নিহতের ভাই জাকির শরীফ জানান, রাত ১২টায় বশীর বাড়িতে না ফেরায় তার মোবাইল ফোনে কল করলে কলরিসিভ না করায় ভেবেছিলাম কোথাও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। কিন্তু সকালে আমাদের বড় ভাই ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ির দরজার সামনে বশীরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে সে চিৎকার করতে থাকে। সেখানে গিয়ে মরদেহের মাথায় জখম ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখি। এলাকাবাসীরা জানান, নিহত বশীর শরীফ অত্যন্ত ভদ্র ও বিনয়ি ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। কে বা কারা রাতের আঁধারে তাকে নৃশংসভাবে হত্যা করেছে তা এখনও নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি