image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হবিগঞ্জে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ সদর উপজেলার দারুণ নাজাত হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র রাজি ইবনে মাহবুবের (৯) মরদেহ চোখ বিহীন অবস্থায় খোয়াই নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। নিহত রাজি, হবিগঞ্জ শহরের মাওলানা মাহবুবুর রহমানের ছেলে এবং রিচি মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষকের সন্তান।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাজি গত মঙ্গলবার আসরের নামাজের পর মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছিল। কিন্তু কোনো সন্ধান না মেলায়, গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর পুলিশ ফোর্স খোয়াই নদীর পাড়ে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় রাজির দুই চোখও কেটে ফেলা হয়েছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক এবং মর্মান্তিক করে তুলেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি জটিল মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানানো হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি