সিরাজগঞ্জে আবারও বৃদ্ধি পেয়েছে সবজির দাম। এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। শনিবার, (১০ জানুয়ারী ২০২৬) বাজার সূত্রে জানা যায়, প্রতি কেজি ফুলকপি ৪০/৫০ টাকা বিক্রি হচ্ছে। অথচ গত ১৫ দিন আগেও ছিল ১০ টাকা কেজি। এছাড়া সব ধরনের সবজির দাম বেড়েছে। বেগুন ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি, আলু ৫০/৬০ টাকা কেজি, কাচা মরিচ ১২০ টাকা কেজি, লাউ ৫০/ ৬০ টাকা প্রতি পিচ , টমেটো ৮০ টাকা কেজি, বাধা কপি প্রতি পিচ ২৫/৩০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শহরের বড় বাজারে করতে আসা আব্দুল আল ফারুক জানান, এক ১৫ দিন আগেও ফুল কপি ছিল মাত্র ৬ টাকা কেজি। আজ তা কিনতে হচ্ছে ৫০ টাকায়। এছাড়া অন্যান্য সবজির দামও চড়া। সিরাজগঞ্জ পৌর কাচাবাজারের আড়তদার হাফিজুল ইসলাম জানান, সবজির দাম আজ ঊর্ধ্বমুখী। সবজির সরবরাহ থাকলেও কেন দাম বাড়ছে তা বলতে পারছি না।