image
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে কালভার্টের মুখ ভরাটে চরম দুর্ভোগ, এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মিরাপাড়া সবুজবাগ এলাকার একটি গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ ভরাট করে রাখায় অন্তত সাতটি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং যাতায়াতে বিঘœ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ অবস্থার প্রতিবাদ ও ভরাটকৃত মাটি অপসারণের দাবিতে শুক্রবার সকাল পোনে ১১টার দিকে সবুজবাগ কালভার্টের ওপর মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এতে কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

কর্মসূচি চলাকালে উত্তেজিত জনতার একটি অংশ কালভার্টের মুখে ভরাট করা মাটির ওপর নির্মিত একটি টিনের ঘর ভেঙে দেন। তবে মানববন্ধনের মূল কর্মসূচি শান্তিপূর্ণ ছিল বলে জানান আয়োজকরা। তারা বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

ভুক্তভোগী এলাকাগুলোর মধ্যে রয়েছে- উত্তর কাগজীপাড়া, দক্ষিণ কাগজীপাড়া, মস্তানবাজার, ভূবনগড়া, গোয়ালঘূন্নী, সবুজবাগ, হাওলাদার বাড়ি, চৌধুরী বাড়ি, বাইন্না দিঘী, চন্দনতলা ও ফুলতলা। এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বাড়িঘর ও রাস্তায় পানি জমে যায়, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি