নোয়াখালীর চাটখিল উপজেলার বারইপাড়া (কলেজ পাড়া) গ্রামে হাজী শামছুল হক দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা ও এতিমখানা গতকাল শুক্রবার সকালে উদ্বোধন করা হয়। হাজী শামছুল হকের ছেলে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মাঈন উদ্দিন খান লিটন প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় সমাজসেবক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাঈন উদ্দিন মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হাছান, মুফতি মঞ্জুর সিদ্দিকী, মাওলানা নূর হোসেন রিয়াজ, মাওলানা শাহাদাৎ হোসেন, হুসাইন আহমেদ হেলালী, মাওলানা কবির হোসেন, সমাজসেবক ওমর ফারুক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক জসিম মাহমুদ, জেএসডি নেতা শাহাজাহান শাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ছবক ও বই বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা রহমত উল্যাহ।