কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সোয়া লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩-বিজিবি) সদস্যরা এসব মালামাল আটক করেন।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকালে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার চান্দা মাঠ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। অন্যদিকে, হিজলদী বিওপির সদস্যরা আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন। দুটি অভিযানে জব্দ করা মালামালের মোট বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা। বিজিবি জানায়, চোরাকারবারিরা কর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসছিল