ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার, (১০ জানুয়ারী ২০২৬) উপজেলা অডিটরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত প্রায় দুই শত নারী ও পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। প্রেস ক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সহসভাপতি মো. ফয়সাল আহম্মেদ মিঠু প্রমুখ।
সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নাসির উদ্দিন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খাইরুল আমিন ছগির, প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মো. আহমাদুল্লাহ রবিউল, মো. জাহিদুল ইসলাম, সদস্য মো. সিরাজুল ইসলাম রনি, মো. সাইফুল ইসলামসহ ক্লাবের সব সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।