image
ছবিঃ সংগৃহীত

কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার, (১০ জানুয়ারী ২০২৬) উপজেলা অডিটরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত প্রায় দুই শত নারী ও পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। প্রেস ক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সহসভাপতি মো. ফয়সাল আহম্মেদ মিঠু প্রমুখ।

সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নাসির উদ্দিন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খাইরুল আমিন ছগির, প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মো. আহমাদুল্লাহ রবিউল, মো. জাহিদুল ইসলাম, সদস্য মো. সিরাজুল ইসলাম রনি, মো. সাইফুল ইসলামসহ ক্লাবের সব সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি