image
ছবিঃ সংগৃহীত

গজারিয়ার জান্নাত হত্যার মূল আসামিসহ তিনজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর জান্নাত হত্যা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশের যৌথ সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গতকাল শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এলাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামি তাসবীর রাঢ়ীকে (২২) গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই মামলার আরও দুই আসামি- শাহিন রাঢ়ী ও তার স্ত্রী তাছলিমা বেগমকে (৫২) গ্রেপ্তার করা হয়। উভয়ের বাড়ি গজারিয়া উপজেলার নয়ানগর এলাকায়।

উল্লেখ্য, এ ঘটনায় গজারিয়া থানায় মামলা নং-১৪, তারিখ ২০/১২/২০২৫ খ্রি., ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী একটি হত্যা মামলা রুজু করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি