image
দশমিনা (পটুয়াখালী) : কৃষকের খামারে ধোঁকায় ধোঁকায় কাঁচা ও পাকা টমেটো -সংবাদ

দশমিনায় টমেটো চাষে সফল কৃষক হেমায়েত

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রান্তিক কৃষক মো. হেমায়েত টমেটো চাষ করে সফলতা অর্জন করেছে। উন্নত জাতের টমেটো চাষ করেই সফলতার স্বপ্ন দেখার পাশাপাশি এলাকয় বাজিমাত করে দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ রনগোপালদী গ্রামের এই কৃষক উন্নত জাতের টমেটো চাষ করে আশানুরূপ ফলন পেয়েছে।

বাজারে টমেটোর চাহিদা বেশি থাকায় স্বল্প ব্যয়ে অধিক ফলন নীতি অনুসরণ করে উন্নত জাতের টমেটো চাষ করেছে। এই টমেটো চাষ করে ব্যয়ের চেয়ে তিনগুণ লাভ করবেন বলে আশা করছে।

উপজেলার রনগোপালদী ইউনিয়নের উদ্যোক্তা যুবকৃষক মো. হেমায়েতের কৃষি খামারে গিয়ে দেখা যায়, টমেটো গাছে ধোঁকায় ধোঁকায় কাঁচা ও পাকা টমেটো ধরেছে। তিনি ৫০ শতাংশ জমিতে টমেটোর চাষ করে নতুন করে স্বপ্ন দেখছে। অত্র উপজেলার আবহাওয়া এবং মাটি টমেটো চাষের জন্য উপযোগী।

চলতি মৌসুমে উন্নত জাতের টমেটো চারা রোপণ করেই বাজিমাত করেছে। চলতি ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত ২ লাখ টাকার টমেটো বিক্রি করবেন বলে আশা করছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ দৈনিক সংবাদ প্রতিনিধিকে জানান, বাজারে টমেটোর চাহিদা ও মূল্য বেশি হওয়ায় কৃষকরা উন্নত জাতের টমেটো চাষে আগ্রহ বাড়ছে। এছাড়া উপজেলায় ১২ হেক্টর জমিতে এই বছর বর্ণালী, হিটলার, উন্নয়ন, বিজলীসহ ১১ জাতের টমেটোর চাষ করা হয়। উপজেলা কৃষি বিভাগ বিনামূল্যে সার, বীজ, কৃষি উপকরণ, কীটনাশক প্রদান করেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি জমিতে টমেটোর সমারোহ বিরাজ করছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি