কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের একটি বসতবাড়ি ও দুটি মুদির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বশস্ত্র ডাকাত দল বসতবাড়ির নারী-পুরুষ শিশু সদস্যদের জিম্মি করে বেদড়ক পিটিয়ে ১৫ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা এবং মুদির দোকান থেকে ২৫ বস্তা চালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাথপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। বসতবাড়িতে ডাকাতির খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন।
স্থানীয় এলাকাবাসী ও ডাকাতির শিকার পরিবার সদস্যরা জানান, গত ২৬ ডিসেম্বর হারবাং নাথপাড়া গ্রামের বাসিন্দা সাগর ধরের বাবা নৈদাবাঁশী ধর প্রকাশ ভুলু মারা যান। ৯ জানুয়ারি শুক্রবার ছিল মৃত ভুলু বাবুর ক্ষুরকর্ম অনুষ্ঠান।
শনিবার, (১০ জানুয়ারী ২০২৬) শ্রাদ্ধ অনুষ্ঠান। ভুলু বাবুর ছেলে সাগর ধর একজন স্বর্ণ ব্যবসায়ী। পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম বাজারে তার স্বর্ণের দোকান রয়েছে।
মৃত বাবার শ্রাদ্ধানুষ্ঠান করতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নাথপাড়াস্থ নিজ বাড়িতে পরিবার সদস্যদের নিয়ে অবস্থান করছেন।
এ অবস্থায় গতকাল শুক্রবার ভোর ৪টা থেকে ৫টা দিকে ৫-৬ জনের একদল স্বশস্ত্র ডাকাত বাড়িতে ডুকে পরিবার সদস্যদের জিম্মি করে মারধর করে আলমারির চাবি নিয়ে নেয়। পরে আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা নিয়ে চলে যায়।
এলাকাবাসী জানান, সাগর ধরের বাড়িতে হানা দেয়ার আগে ডাকাত দল পাশের মিন্টু নাথ ও বিজয় নাথ নামের দুজনের মুদির দোকানের তালা ভেঙে ২৫ বস্তা চাল, ১ বস্তা গোল সাবান, পুরো একটা সিগারেটের কার্টন নিয়ে যায়।
ডাকাত কবলিত বাড়ির গৃহকর্তা সাগর ধর জানান, শুক্রবার ছিল আমার মৃত বাবার ক্ষুরকর্ম অনুষ্ঠান। শনিবার শ্রাদ্ধানুষ্ঠান। রোববার ১১ জানুয়ারি পাড়ার সবার জন্য দুপুরে ভোজের আয়োজন ছিল। এজন্য আমরা গত ১৫ দিন ধরে নিজ বাড়িতে অবস্থান করছি। শুক্রবার ভোরে বাবার ক্ষুরকর্ম করার জন্য সবাই বাড়ির বারান্দায় শুয়েছি।
এ সময় বাড়ির দেয়ার (প্রাচীর) টপকে ৫-৬ জনের একদল স্বশস্ত্র ডাকাত দল হঠাৎ করে বাড়িতে ঢুকে আমাদের মারধর করে আলমারির চাবি নিয়ে নেয়। পরে তারা আলমারি খুলে ১৫ ভরি স্বর্ণ এবং বাবার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা আড়াই লাখ টাকা নিয়ে যায়।